২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৯১০ জনের শরীরে। এখন পর্যন্ত শনাক্ত হয়েছে পাঁচ লাখ ১৬ হাজার ৯২৯ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার ৬৫০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৯১০ জনের শরীরে। এখন পর্যন্ত শনাক্ত হয়েছে পাঁচ লাখ ১৬ হাজার ৯২৯ জন।
গত একদিনে ৯১৭ জনসহ সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৬১ হাজার ৫১৫ জন।
সবশেষ ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১৮ জন, নারী ছয়। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম শনাক্তের খবর জানানো হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার। এখন দেশে সংক্রমণের নবম মাস চলছে।